রামগড়ে দিনব্যাপী ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

রামগড় প্রতিনিধি: রামগড়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ জুন বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসন(সার্বিক) জনাব মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।

গভর্নেন্স ইনোভেশন ইউনিক, প্রদানমন্ত্রী কার্যালয়, ঢাকা সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার কৃষি কর্মকর্তা নাছির উদ্দিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার ও কর্মশালার প্রবন্ধ পাঠ করেন সহকারী কমিশনার(ভূমি) সারোয়ার উদ্দিন।

আলোচনায় বক্তাগন বলেন, আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়ন করতে হলে আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। উন্মুক্ত কর্মসংস্থান তৈরী করতে হবে। বক্তাগন বলেন, এ দেশ ধর্ম-বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের সবার। তাই দেশকে এগিয়ে নেয়ার জন্য এসডিজি বাস্তবায়ন অত্যন্ত জরুরী। বক্তাগন আরও বলেন,

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত । উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)বাস্তবায়নে বদ্ধপরিকর।

এসময় শিক্ষক, সাংবাদিক, আদিবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিসহ কর্মশালায় ৮০জন অংশ গ্রহন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post