রামগড়ে নুরজাহান স্মৃতি মেধা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড়ে নুরজাহান স্মৃতি মেধা বৃত্তি-২০১৯ প্রদান করা হয়েছে। শনিবার রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম নুরজাহানের বড় ছেলে বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ তুহিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ উদ্দিন, মো: ওসমান গনি, মো: গিয়াস উদ্দিন, সাংবাদিক মো: নিজাম উদ্দিন, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো: হারুন অর রশীদ। শেষে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত অষ্টম শ্রেনির শিক্ষার্থী মো: রায়হান উদ্দিন ও মো: সাজ্জাদ হোসেন হাতে জনপ্রতি ৫হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

Read Previous

খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

Read Next

খাগড়াছড়িতে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন