করোনা নিয়ম না মানায় রামগড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করার অপরাধে রামগড় উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অভিযান পরিচালনা করেছে। এ সময় চার দোকানদার ও এক কাষ্টমারকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কালাডেবা ও মাষ্টারপাড়া(সিনামা হল উচু বাজার) এলাকায় সরকারী নির্দেশনা না মেনে প্রকাশ্য দোকান খোলা রেখে চা-সহ অন্যান্ন সামগ্রী বিক্রি অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪(চার) চা-দোকান ধারকে ২ হাজার ২০০ টাকা এবং এক কাস্টমার কে ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি বলেন, সরকারী আর্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

সহযোগিতায় ছিলেন, রামগড় থানার এসআই আনোয়ার হোসেনসহ ফোর্স, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী বিপুল কান্তি মজুমদার সহ স্থানিয় সাংবাদিকরা।

Read Previous

কর্মহীন মানুষদের হাতে পৌঁছে দিয়েছি ত্রাণ- কাউন্সিলর মোহাম্মদ আলী

Read Next

করোনা দুর্গতদের মাঝে রামগড়ে ইউপি চেয়ারম্যান শাহ আলমের ত্রাণ বিতরণ