রামগড় সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা মজুমদার যোগদান করেছেন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: রামগড় উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উম্মে হাবিবা মজুমদার সদ্য যোগদান করেছেন।
২৫ জুলাই রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাব ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেওয়া হয়। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মাহম্মুদ উল্লাহ মারুফ।
উম্মে হাবিবা মজুমদার ইতিপূর্বে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ির চট্টগ্রাম জেলায়।
রামগড় উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার ২৬ জুলাই স্থানীয় সাংবাদিকদের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বলেন, ‘এসিল্যান্ড হিসেবে রামগড়েই আমার প্রথম কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের  সহযোগিতা কামনা করেন তিনি।

Read Previous

খাগড়াছড়িতে একদিনে শনাক্ত ৮৪জন, করোনার প্রকোপ বেড়েই চলছে

Read Next

রাঙ্গামাটিতে সেনা অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র ও গুলি উদ্ধার