লংগদুতে ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন ও সতর্কতা জারি

আবদুর রহিম, লংগদু প্রতিনিধি: লংগদুতে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় যাতে কোন প্রাণহানি না ঘটে তার জন্য সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার   উপজেলার বিভিন্ন  দূর্গম  এলাকার পাহাড়ের পাদদেশে  ও  ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। এসময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে রয়েছে এমন লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পরামর্শ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, উপজেলার বিভিন্ন এলাকার নয়টি  বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

কোথাও কোন প্রকার দূর্ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে খবর দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। ঝুঁকিতে রয়েছে এমন লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করেছেন।

Read Previous

দীঘিনালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Read Next

মানিকছড়িতে বৃক্ষ ও ফলদ মেলা সম্পন্ন