লক্ষ্মীছড়িতে কোরবানির ‘গোশত’ এর মধ্যে আল্লাহু লেখা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কোরবানি দেয়া গরুর ‘গোশত’ এর মধ্যে আল্লাহু লেখা পাওয়া গেছে। এমন অলৈকিক ঘটনার দৃশ্য অবলোকন হয় সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার খন্দকার আব্দুল ওহাবের বাসায় রান্না করা গোশতের মধ্যে।

আরবী ভাষায় ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটি প্রথমে স্থানীয় এক ইমামকে দেখানো হয় এবং পরে নবাগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন শিমুলকে দেখান খন্দকার ওহাব। খন্দকার ওহাব এ প্রতিনিধিকে বলেন, কুরবানির উদ্দেশ্যে নিয়ত করে গরু ক্রয় করেছি।

গত ১আগস্ট ঈদ-উল আযহার দিন নামাজের পর গরু কুরবানি দেই। ভাগের গোশত নিয়ে বাসায় রান্না করলে ৪আগস্ট সকালে ছেলের বউ প্রথমে গোশতের টুকরার মধ্যে ‘আল্লাহু’ লেখা দেখতে পায়। পরে আমাকে দেখায়। গোশতের টুকরার মধ্যে ‘আল্লাহু’ লেখা দেখে আমি নিজেই বিষ্মিত হই। যার নামে কুরবানি দিয়েছি সেই মহান ‘আল্লাহু’র নাম দেখে শুকরিয়া জানাই।

Read Previous

মানিকছড়িতে অবৈধ বালু মহলে অভিযান, ৫০হাজার জরিমানা

Read Next

লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচি: ক্রেতা-বিক্রেতা ছিলো কম !