লক্ষ্মীছড়িতে গাঁজা ক্ষেত ধ্বংস, আটক ৩

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী হাতিছড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২০ শতাংশ গাঁজার চাঁষকৃত জমি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি শক্রিবার এ অভিযান চালানো হয়। এসময় গাঁজা চাষের সাথে জড়িত কালাধন চাকমা (৪০), রাঙ্গাচান চাকমা (৩২), হাতিছড়ি পাড়া, লক্ষীছড়ি, খাগড়াছড়ি এবং যুবলাল চাকমা (৩৮), গিলাছড়ি পাড়া, নানিয়ারচর, রাঙ্গামাটি এলাকার ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে। ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ী এলাকায় এসকল অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। এ সকল দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এসকল বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীছড়ি থানার অফিাসার্স ইনচার্জ হুমায়ুন কবীর জানান, এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

Read Previous

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ’র উদ্বোধন

Read Next

রামগড়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু