লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু ও সুমনা বিজয়ের পথে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকে বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্য্যান পতে রাজু চাকমা দিপান্তর ও সুমনা চাকমা বিজয়ের পথে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার। তবে এগিয়ে থাকার খবর নির্ভরযোগ্য সূেেত্রর।

জানা যায়, নৌকা প্রতীকে ১১টি কেন্দ্রে বাবুল চৌধুরী মোট ভোট পেয়েছেন ৪৬৯৩টি। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রাজেন্দ্র চাকমা পেয়েছেন ৩হাজার ২৯৩ ভোট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে ফলাফল এসেছে মাত্র ৫টি কেন্দ্রের।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাজু চাকমা দিপান্তর তালা প্রতীক ৪হাজার ৩১১ ভোট পেয়ে এগিয়ে আছেন। মো: নুরে আলম টিউবওয়েল প্রতীক পেয়েছেন ২হাজার ৬৩ ভোট এবং উল্যাচি মারমা চশমা ১হাজার ৯১৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা তীর-ধনুক প্রতীক ৩হাজার ৬১৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্ধ ফুল পেয়েছেন ২হাজার ২৬৫ ভোট এবং মেরিনা চাকমা ২হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে।

সহকারি রির্টানিং অফিসার জাহিদ ইকবাল জানান, কিছু ভোট কেন্দ্র দুরবর্তি হওয়ায় ফলাফল আসতে কিছুটা বিলম্ব হতে পারে।

Read Previous

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী বাবুল চৌধুরী এগিয়ে

Read Next

লক্ষ্মীছড়িতে চেয়ারম্যান পদে বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু ও সুমনা নির্বাচিত