লক্ষ্মীছড়িতে নতুন এসিল্যান্ড নাসরিন আক্তার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করেছেন নতুন সহকারি কমিশনার (ভূমি) নাসরিন আক্তার। ৫আগস্ট খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পরই তিনি বিকেলে আসেন লক্ষ্মীছড়িতে।

৬আগস্ট বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের পক্ষ হতে নবাগত সহকারি কমিশনার(ভূমি) নাসরিন আক্তারকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। এছাড়াও ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর ও সুমনা চাকমা এবং সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন উপস্থিত ছিলেন।

নবাগত সহকারি কমিশনার(ভূমি) নাসরিন আক্তার এর আগে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাঁর জন্মস্থান। নবাগত সহকারি কমিশনার(ভূমি) নাসরিন আক্তার ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন গর্বিত সদস্য।

জানা যায়, ১৯৯০সালের দিকে মনোয়ার হোসেন আখন্দ ম্যাজিস্ট্রেড হিসেবে লক্ষ্মীছড়ি উপজেলা কর্মরত ছিলেন। তিনি বদলী হলে আর কোনো এসিল্যান্ডকে এ উপজেলায় পোষ্টিং দেয়া হয় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post