লক্ষ্মীছড়িতে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদশনী অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সেমিনার সভাপতির বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন, বিসিএসআইআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী ও মো: মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো: শাখাওয়াত হোসেন। সেমিনারে সহজভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। পরে মেলার বিভিন্ন উদ্ভানীয় প্রযুক্তি ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।

Read Previous

মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রচারে আজীবন উৎসর্গীত ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)

Read Next

স্থায়ী বাসিন্দা সনদ জালিয়াতির অভিযোগে মানিকছড়িতে আটক ২