লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার: খাগড়ছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ কালোরাত এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালন করা হয়েচে। দিবসটি পালন উপলক্ষে ২৫ মার্চ সোমবার লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি কলেজে পৃথক আলোচনা সভার আয়াজন করা হয়। লক্ষ্মীছড়ি উপলো নির্বাহী অফিসার জাহিদ ইকবাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মো: আলী মুুরতোজা চৌধুরীর সভাপতিত্বে অন্যানদের মধ্য হতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের উপর বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খন্দকার আব্দুল ওহাব। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, লক্ষ্মীছড়ি উপজেরা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি প্রমুখ।

এর আগে লক্ষ্মীছড়ি মঢেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক. ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদওে স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Read Previous

গণহত্যা দিবস উপলক্ষে মানিকছড়িতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

Read Next

পানছড়িতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস