লঙ্গদুতে সেনাবাহিনীর অভিযানে অস্রসহ ৩ ইউপিডিএফ’র সদস্য আটক

লঙ্গদু প্রতিনিধি: লঙ্গাদু উপজেলাধীন কাট্রলী এলাকায় অভিযান চালিয়ে  লঙ্গাদু জোনের সেনা সদস্যা গতকাল রাত ১০.০০ ঘটিকার সময় ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে।

সুত্রে জানা যায়, লঙ্গদু উপজেলার কাট্রলি এলাকায় দীর্ঘ দিন যাবত ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যারা অবস্থান করে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) একদল সসস্র সদস্য নদীপথ পার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেনা সদস্যরা সন্ত্রাসীদের গতিপথ রোধ করে। সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে।সেনা বাহিনীর পালটা আক্রমনের মুখে পড়ে সন্ত্রাসীরা পালাতে চেষ্টা করলে আহত অবস্থায় ৩ ইউপিডিএফ সদস্যকে সেনাবাহিনী আটক করে।

আটককৃতরা হলেন পূর্ণ দেব চাকমা (৩০),মঙ্গল কান্তি চাকমা (৩৫), নরেশ চাকমা (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১টি এসএমজি ও ৪টি রাইফেল উদ্ধার করা হয়।

Read Previous

মানিকছড়িতে ছাত্রী ধর্ষণ, থানায় অভিযোগ

Read Next

মানিকছড়িতে ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক আটক