সম্প্রীতি বিনষ্টকারিদের ছাড় নয় -নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতে যেমন বজায় ছিল আগামীতেও থাকবে। বাহিরের কোনো ঘটনা যাতে আমাদের এলাকার শান্তিকে নষ্ট করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। সম্প্রীতি বিনষ্টকারিদের কোনোভাইে ছাড় দেয়া হবে না উল্লেখ করে নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো. জান্নাতুল ফেরদৌস বলেন, উন্নয়নের অগ্রগতিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সামাজিক স্থীতিশীলতা। শান্তি ও নিরাপত্তা বজায় থাকলে উন্নয়ন হতে বাধ্য। ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তেব্যে নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. জান্নাতুল ফেরদৌস এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের এলাকা ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আর এ দায়িত্ব যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা স্পর্ষ করবে না। একজন মানুষ দিয়ে কখনো সমাজ গঠিত হয় না- সমাজগ গঠন করতে হবে বাকি ১০জনকে নিয়েই, তাই সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের সকল সম্প্রদায়ের মানুষকে মিলে-মিশে বসবাস করার আহবান জানিয়ে শিক্ষাই জাতির মেরুদন্ড উল্লেখ্য করে শিক্ষিতি সমাজ গঠন করার আহবান জানান জোন কমান্ডার।

সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বারসহ লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মাহাবুবুর রহমান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read Previous

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর স্বাধীনতার কথা বলবে ‘দৈনিক চট্টগ্রাম প্রতিদিন’

Read Next

খাগড়াছড়িতে দুই গ্রুপের বন্দুক যুদ্ধে তুষার চাকমা নিহত