প্রজ্ঞাপন জারি, সরকারি হলো লক্ষ্মীছড়ি কলেজ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র কলেজটি জাতীয়করণে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি করা হয়েছে বলে জানা গেছে। ২৩জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সিনিয়র সহকারি সচিব রনি চাকমা স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয় ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীয়করণ বিধিমালা- ২০১৮’ এর আলোকে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলাধীন লক্ষ্মীছড়ি কলেজ ১৮জুলাই ২০১৯খ্রী. তারিখ হতে সরকারি করা হলো। এর আগে গত ১০ ডিসেম্বর২০১৮ ইং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ স্বাক্ষরিত এক পত্রে ‘লক্ষ্মীছড়ি কলেজ’ জাতীয় করণের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেন।

উল্লেখ্য ২০০২ সালের ১০ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজের কার্যক্রম এগিয়ে নিতে বিদায়ী লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, বর্তমান জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা নানাভাবে সহায়তার হাত বাড়ান। দীর্ঘ প্রক্রিয়া শেষে লক্ষ্মীছড়ি কলেজ সরকারি হওয়ায় পিছিয়ে পরা লক্ষ্মীছড়ি উপজেলায় এ এক যুগান্তকারি সাফল্য বলে মনে করেন এলাকাবাসী।

Read Previous

খাগড়াছড়িতে বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী

Read Next

মানিকছড়িতে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত