সিলভার গ্রুপের পক্ষ থেকে ফটিকছড়িতে খাদ্যসামগ্রী বিতরণ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: সিলভার গ্রুপের সিইও, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব হেলাল মোহাম্মদ নুরীর ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৮৫০ শ্রমজীবী ও হতদরিদ্র পরিবার।

ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার এবং নারায়ানহাট ইউনিয়নে “দুর্যোগের ভালোবাসা” হিসেবে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এতে প্রতি পরিবারে ৫কেজি চাল, ২কেজি আলু, ১লিটার সোয়াবিন তেল, ১কেজি পেঁয়াজ ও ১কেজি লবণ প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে আলহাজ্ব হেলাল মোহাম্মদ নুরী বলেন, মানুষের এই সংকট মুহুর্তে প্রাথমিকভাবে ৮৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমি আনন্দিত। পরবর্তিতে আরো বৃহৎ পরিসরে ফটিকছড়িতে ত্রাণ বিতরনের ইচ্ছা আছে।
তিনি মানুষের এই সংকট মুহুর্তে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবানও জানান।

Read Previous

করোনায় দেশে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮০০ ছাড়াল

Read Next

‘করোনা’ ঝুঁকি বাড়ছে খাগড়াছড়িতে, বিভিন্ন জেলা থেকে নানা অজুহাতে ঢুকছে মানুষ