সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পাহাড়ের আলো: মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র উদ্যোগে ২০০০ পিপিই, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা: ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালকের পক্ষে তার দপ্তর, ঢাকা ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার মো: আনিসুজ্জামান এসব পিপিই গ্রহণ করেন। তাছাড়া চট্টগ্রাম সিএমপি কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন থানা, কমিউনিটি ক্লিনিক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাঝে পিপিইসহ এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া হুজুর কেবলার উদ্যোগে দেশের দুইশত উপজেলায় এক লক্ষ দশ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসব সামগ্রী হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর পক্ষে পাঁচ হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিতরণ করেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এএসপি আবুল কালাম আজাদ, সহপ্রচার সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ, গাজী মো: সালাহ উদ্দীন, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফা আসলাম হোসাইনসহ হুজুর কেবলার প্রতিনিধিবৃন্দ।

এক বার্তায় হুজুর কেবলা বলেন, করোনা পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপের দিকে যাচ্ছে এ অবস্থায় সার্বক্ষনিক জনগণের সেবায় নিয়োজিত ফ্রন্ট লাইনে থাকা ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ, সিভিল প্রশাসন, সাংবাদিকসহ স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। তিনি করোনার এই দুর্যোগে জনগণের সেবায় নিয়োজিতদের পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। হুজুর কেবলা আরো বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ।

তাই লেবার সংকটের কারণে কৃষকের পাকা ধান কাটতে না পারায় বিভিন্ন জেলায় তাঁর আহ্বানে বিনাপারিশ্রমিকে কৃষকের ধান কেটে সহযোগীতা করার জন্য মইনীয়া যুব ফোরামের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।

Read Previous

করোনা পরিস্থিতিতে গুইমারাতে পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

Read Next

করোনার প্রভাবে কিস্তি আদায় বন্ধ, বিআরডিবির আট হাজার কর্মচারী মানবেতর জীবন যাপন