হাতকড়া পড়া অবস্থায় সদর হাসপাতাল থেকে পলাতক আসামী পানছড়িতে আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার আসামি এরাকো চাকমাকে পানছড়িতে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার ১৫ ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও ওয়ান আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হন।

সদর আধুনিক হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সাড়ে ৩টায় চুরি মামলার আসামি এরাকো চাকমা হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্য ক্লোজ হয়েছে।

পুলিশ জানায়, গত ৬ মে ভোর রাতে জেলার পানছড়ির আইয়ুব নগরের জনৈক আব্দুর রহিম মিয়ার বাড়ীতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা আবোদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতেনাতে ধরা পড়ে। এ সময় আব্দুর রহিম মিয়ার চিৎকারে পাশ্ববর্তি লোকজন এসে গণধোলাই দিলে এরাকো চাকমা আহত হয়। তাকে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সুপার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে আপাতত ক্লোজ করা হয়েছে। পরে তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

মানিকছড়ি ‘ব্লাড ডোনার্স এসোসিয়েশন’ উপহার সামগ্রী বিতরণ অব্যহত

Read Next

লক্ষ্মীছড়িতে এক তরকারি ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগ