৩০পারা বুখারী শরীফে মানুষের জীবন পরিচালনার শাশ্বত দিক নির্দেশনা বিদ্যমান

পাহাড়ের আলো: আওলাদে রাসূল (দ.) রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেছেন, কুরআন মজিদ যেমন মানবজাতির জন্য পথনির্দেশক ও গাইডলাইন, তেমনি ত্রিশ পারা বুখারি শরীফে থাকা হাজার হাজার হাদিস শরীফে মহানবীর (দ.) বাণী ও জীবনদর্শন উজ্জলভাবে ব্যক্ত হয়েছে। কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করলে সত্যিকার শান্তি আসবে জনজীবনে। মানুষ এতে পাবে মুক্তির দিশা।

ত্রিশ পারা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারি শরীফে মানুষের সামগ্রিক জীবন পরিচালনার শাশ্বত দিক নির্দেশনা বিদ্যমান বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ৯ ও ১০ ফেব্র“য়ারি মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী ইমামে আহলে সুন্নাত হুজুর গাউছুল ওয়ারা শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৩ তম খোশরোজ শরীফ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে ৮ ফেব্র“য়ারি মাইজভাণ্ডার দরবার শরীফে আয়োজিত খতমে বুখারি শরীফ, শিশু কিশোর সমাবেশ, কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) একথা বলেন। এতে শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের মধ্যে বক্তৃতা করেন হযরত মাওলানা ইব্রাহিম কাশেমী, হযরত মাওলানা তৈয়ব খান, হযরত মাওলানা বশিরুল আলম আল-কাদেরী, হযরত মাওলানা নূরুল ইসলাম ফোরকানী, হযরতুল আল্লামা ড. গোলাম মুস্তফা মোহাম্মদ নূরুন্নবী, অধ্যক্ষ গোলাম মুহাম্মদ খান সিরাজী, অধ্যক্ষ সফিউল আলম জিহাদী, হযরত মাওলানা বাকের আনসারী, হযরত মাওলানা ড. মুফতী মঈনুদ্দীন আল-কাদেরী প্রমুখ।

সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের মজলুম মানবতার মুক্তি এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

Read Previous

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর পক্ষে হতে পাচউব চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

Read Next

রামগড়ে মাসিক আইন-শৃংখলা সভা