রামগড়ে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার: রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ দুই ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা এলাকার পাহাড় চুড়ায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, সুজন চাকমা নিরব (২৮) ও আব্বাই মারমা (৩৩)। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২, দুইটি এলজি, ১৪ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বই ও সাংগঠনিক প্রচারপত্র উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ঐ এলাকায় সন্ত্রাসীরা চাঁদাবাজীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো। রবিবার দিবাগত রাতে ইউপিডিএফের কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ প্রেমতলা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একজন সন্ত্রাসী পালিয়ে গলেও অপর দুই জনকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফর কর্মী বলে স্বিকার করেছে। আটককৃতদের রামগড় থাানায় হস্তান্তর করা হয়েছে। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

Read Previous

মিঠুন চাকমা মৃত্যুতে খাগড়াছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন

Read Next

গুইমারায় এক দিনে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা