মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চক্ষু শিবিরে ৬৭ জন রোগী অপারেশনের জন্য বাছাই

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা জোনের তত্বাবোধানে মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা শিবির। চক্ষু শিবিরে ৬৭ জন রোগী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। কুমিল্লাস্থ জাতীয় অন্ধ কল্যান সমিতি ও হাসপাতাল এর উদ্যোগে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠ প্রাঙ্গণে স্থানীয় পাহাড়ি-বাঙালি প্রায়  সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে অপারেশন করা জরুরী এমন ৬৭ জন রুগীর মধ্যে ২১/১/১৮ইং তারিখে ৩২ জন ও ২৩/১/১৮ তারিখে ৩৫ জন কে কুমিল্লা নিয়ে অপারেশন করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামশের উদ্দিন, পিএসসি, জি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ ইমরুল কায়েস মেহেদী, রেজিমেন্টাল মেডিকেল অফিসার মাটিরাঙ্গা জোন ক্যাপ্টেন খোরশেদুল আলম মাসুম, ডাঃ হাসান আল বান্না মেডিকেল অফিসার ও ডাঃ রায়হান মাহমুদ আশিক। সুত্র জানায়, মাটিরাঙ্গা  সেনা জোনের আর্থিক সহায়তায় কুমিল্লায় নিয়ে গিয়ে বাছাইকৃত রোগীদের চক্ষু অপারেশন করানো হবে, মাটিরাঙ্গার মতো  প্রত্যন্ত পাহাড়ি জনপদে মানুষের সারা পেয়ে আমরা মুগ্ধ ।

Read Previous

লামায় শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Read Next

পানছড়িতে বে-সরকারী প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ফলক উম্মোচন