লামায় মাধ্যমিকে বিশ্বনাথ দে ও মাদ্রাসায় মাওঃ ইব্রাহীম সেরা

লামা (বান্দরবান) প্রতিনিধি: লামা উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে এবং মাদ্রাসা পর্যায়ে লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ ইব্রাহীম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ’১৮ উপলক্ষে  নির্বাচক মন্ডলী উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্য থেকে বিশ্বনাথ দে’কে এবং ৪ টি মাদ্রাসার  প্রধানদের মধ্য থেকে মাওলানা মোঃ ইব্রাহীমকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, শিক্ষার মান উন্নয়নে সরকার সারাদেশে প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করে থাকে। সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী চলাকালিন সময় সরকার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেনী শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে নির্বাচিতদের পুরুস্কৃত করার মাধ্যমে উদ্বুদ্ধ করেন। তারই ধারাবাহিকতায় নির্ধারিত বিষয়ে নাম্বার প্রদান করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হন গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে এবং মাদ্রাসা পর্যায়ে মাওলানা মোঃ ইব্রাহীম। জাতীয় শিক্ষা সপ্তাহ’১৮ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু’র সভাপতিত্বে গঠিত ৬ সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন। লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া  মাধ্যমিক স্কুল পর্যায়ে বিশ্বনাথ দে এবং মাদ্রাসা পর্যায়ে মাওঃ মোঃ ইব্রাহীম  শ্রেষ্ঠ প্রতিষ্ঠন প্রধান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Read Previous

লামায় মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

Read Next

গুইমারা উপজেলায় আনসার-ভিডিপি সমাবেশ