কাল গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনদের পূনর্মিলনী

স্টাফ রিপোর্টার: গুইমারা উচ্চ বিদ্যালয়ের ৫৫তম বর্ষপুর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার। এউপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইতিমধ্যে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে আহবায়ক ইউপি চেয়ারম্যান মেমং মারমা বলেন, সকাল ৯টায় অনুষ্ঠান উদ্ধোধনের পর দিনব্যাপী থাকবে বর্ণাঢ্য র‌্যালী, পঞ্চান্ন বর্ষ পরিক্রমার স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্ষ্ঠুানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি এবং স্থানীয় সাংসদ, শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, গুইমারা রিজিয়ন কমান্ডার মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post