রামগড়ে আগুনে পুড়লো বসত ঘর

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে এক বিধবা মহিলার বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ রসুলপুর গ্রামের মরহুম ছায়েদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ এগিয়ে আসার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। বাতাসে আগুনের ফুলকি উড়ে গিয়ে প¦ার্শবর্তী আরো কয়েকটি বাড়িতে আগুন লাগে।

এসময় আগুন দেখে পথচারিরা চিৎকার-চেচামেচি করলে স্থানীয় নাকাপা পুলিশ ফাড়ির ইনচার্জ এস.আই হাজিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এবং গ্রামবাসীরা এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও মরহুম ছায়েদুল হকের বাড়ির কিছুই বাচেনি আগুনের হাত থেকে।  এদিকে এতসব ঘটনা ঘটে গেলেও বাড়ির মালিক জেসমিন বেগম আগুন লাগার সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ির মালিক জেসমিন বেগম তার পুত্র-কন্যাদের সাথে নিয়ে গত ৫ দিন আগে তার বাবার বাড়ি কুমিল্লাতে বেড়াতে গেছেন। এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ছুটে আসেন ¯থানীয় ইউপি চেয়ারম্যান মনিšদ্র  ত্রিপুরা।

উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি একই এলাকার স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ১ মার্চ রামগড়ে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ও এর একদিন পর ২রা মার্চ রামগড়ে আরেকটি বাড়িতে আগুন লাগে। রামগড়ে পর পর এ আগুন লাগার ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Read Previous

মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

Read Next

লামায় ভাবীর হাতে দেবর খুন