মাটিরাঙ্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তানুষ্ঠান

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: জেলার মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তানুষ্ঠান (মহোৎসব) অনুষ্ঠিত হয়েছে। ৩ ও ৪ মার্চ (শনিবার ও রবিবার) পর্যন্ত টানা সময় এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায় বিশ্ব মানবতার কল্যাণ কামনাসহ দেশ ও জাতির মঙ্গলার্থে  প্রাথর্না করেন।
এ সময় পুনার্থিদের মাঝে শ্রী শ্রী হরিনাম মহাসুধা বিতরন করেন, খুলনার শ্রী শ্রী ভবতারিনী সম্প্রদায়, ভোলার শ্রী শ্রী জয় নারায়ন সম্প্রদায়,ব্রাক্ষণবাড়ীয়ার জয় মা কালি সম্প্রদায় ও খাগড়াছড়ি ৮ মাইলের শ্রী শ্রী ভক্তি বেদান্ত সম্প্রদায়ের নাম উল্লেখযোগ্য। মহোৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে নানা রঙ বে-রঙের খাবার ও প্রসাধনী সামগ্রীর বিশাল মেলা বসে। রাতে মেলা ও মহোৎসবকে ঘিরে হাজার হাজর সনাতন  ধর্মের ভক্তবৃন্দ সমাগম ঘটে। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি ব্রজ লাল দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল উপদেষ্টা কমিটিসহ সকল সনাতন সম্প্রদায়ের প্রতি মহোৎসবকে সফল করতে সার্বিক সহযোগিতারর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও খাগড়াছড়ি জেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ মানবাধিকার কর্মী সজল বরণ সেন মহোৎসব পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি মহোৎসব কমিটিকে আর্থিক সহযোগিতাও করেন। মহোৎসবের সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করেন মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বাবুল চন্দ্র বনিক ও সহ-সভাপতি প্রশান্ত কুমার সাহা।

Read Previous

নাজিরহাট পৌরসভা নির্বাচন: প্রার্থীতা বাতিল হলো যাদের

Read Next

লামায় পুষ্টিচাল পরিচিতি শীর্ষক কর্মশালা