মহালছড়িতে প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের’র অন্ত্যেষ্ঠিক্রিয়া ৩০ মার্চ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের এর বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অন্ত্যেষ্ঠিক্রিয়া উদযাপন অনুষ্ঠান ৩০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহামুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মংচুপ্রু মারমা বলেন, প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১০ হাজারের অধিক ভক্তের সমাগম ঘটবে। সে অনুযায়ী এ মূহুর্তে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত: প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের ৭৯ বছর বয়সে গত মাসের ৩ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারণে সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারে পরলোকগত হন। তিনি ভিক্ষু অবস্থায়  ৩১ (বর্ষাবাস) ওয়া পর্যন্ত মহামুনি বৌদ্ধ বিহারে অবস্থান করেন।

Read Previous

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে উপনিত হয়েছে-দীপংকর তালুকদার

Read Next

দুই নেত্রী’র অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের নিকট আবেদন