পরীক্ষা কেন্দ্রের আইন অমান্য করায় পানছড়িতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি ডিগ্রী কলেজের পাশে পরীক্ষা চলাকালে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই জরিমানা করা হয়।

জানাযায়, সারা দেশের ন্যায় পানছড়ি ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলা কালে পাশের দোকান বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা প্রদান করেন। কিন্তু এই নির্দেশনা অমান্য করে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেলেঞ্জ ছুড়ে দিয়ে কলেজ গেইট এলাকার রবিসিং কার্বারীপাড়া‘র বাসিন্দা সুমেধ চাকমার স্ত্রী সাধনা চাকমা পরীক্ষার সময় দোকান খোলা রাখে পরীক্ষা কেন্দ্রের আশপাশের পরিবেশ অ-নিরাপধ করে তুলে।

যার কারণে সরকারী কাজে বাঁধা দান এবং দন্ডবিধি ১৮৬, ১৮৮ ধারা লংঘনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মুহাম্মদ আবুল হাশেম ৭শত টাকা জড়িমানা আদেশ প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post