লামায় কারিতাসের ভূমি আইন সচেতনতা মূলক সেমিনার

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় ভূমি আইন সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বুধবার সকালে উপজেলার দুর্গম পাহাড়ি রুপসীপাড়া ইউনিয়ন সদরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল প্রধান অতিথি ছিলেন।

এতে বান্দরবান কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো. ফরহাদ আজিম, ইউনিয়ন পরিষদ সদস্য লংপা ম্রো, প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক উজ্জল চাকমা ও গিরি বিকাশ ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে প্রকল্পের কম্পক ম্রো পাড়া, মংপ্রু মার্মা, চিংকুম ম্রো পাড়ার অর্ধশতাধিক উপকারভোগী অংশ গ্রহণ করেন।

Read Previous

রামগড়ে নবাগত বিজিবি’র অধিনায়কের পরিচিতি সভা

Read Next

চন্দ্রঘোনায় লিচু’র ফলন ভালো