পানছড়িতে ভিয়েতনামী নারিকেল চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ভিয়েতনামী নারিকেল চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ই জুন) উপজেলার মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা ও হেফজ খানা মাদ্রাসায় প্রশিক্ষণ শেষে এই চারা বিতরণ করা হয়। বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ’র আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোহাম্মদ সফর উদ্দিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের ডিডি মোঃ মোয়াজ্জম হোসেন, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা সুজন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের ঠাকুর, কৃষকলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম মোমিন, ওয়ার্ড সদস্য রিপন মিয়া প্রমূখ। পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিমাই নাথ ও শিল্পী রানী দেব নাথ এর উদ্যোগে এবং জেলা হর্টিকালসার সেন্টার কতৃক বাস্তবায়িত ৬০জন কৃষকের মাঝে এই চারা বিতরণ করা হয়।

Read Previous

গুইমারা রিজিয়নের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Read Next

মানবাধিকার কমিশন রামগড় উপজেলা কমিটি গঠিত