খাগড়াছড়িতে তিন পাহাড়িকে আটকের ঘটনায় নিন্দা

ডেস্ক রিপোর্ট: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতে খাগড়াছড়ি জেলা সদর উপজেলা ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি দুই ছাত্রসহ তিন জন পাহাড়িকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, মঙ্গলবার ৫ জুন ২০১৮ রাত সাড়ে ৯ টায় উপজেলা সদর ভাইবোনছড়া ইউনিয়ন পাকুজ্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি ও পানছড়ি থেকে ৬৫ জন সেনাবাহিনী একটি দল পাকুজ্যাছড়ি গ্রামে প্রবেশ করে পাকুজ্যাছড়ি গ্রামে বাসনা চাকমার ছেলে খাগড়াছড়ি সরকারি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র আনতন চাকমা (২০), পরবিন্দু চাকমার ছেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দশম শ্রেনী ছাত্র বিবরণ চাকমা (১৫) ও শশী চাকমার ছেলে চিরণ জিৎ চাকমা (৪৫) আটক করে খাগড়াছড়ি জেলা সদর থানায় হস্তান্তর করে।

বিবৃতি থেকে নেতৃদ্বয়, অন্যায়ভাবে আটককৃত দুই ছাত্রসহ নিরীহ তিন জন পাহাড়িকে নিঃশর্ত মুক্তি দাবি জানান।

Read Previous

দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, ট্রলি জব্দ

Read Next

লামায় ১২০ পিস ইয়াবাসহ আটক ২জন