এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পিসিপি

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলাধীন লক্ষীছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে জাতি গঠনের ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা লক্ষীছড়ি উপজেলা সদর এলকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংবর্ধনায় অনুষ্ঠানে লক্ষীছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষীছড়ি উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক পাইসুই মারমা স্বাক্ষরিত শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

‘শিক্ষা হোক জাতীয় অস্তিত্ব রক্ষার অন্যতম হাতিয়া! জাতীয় ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহীর ভূমিকা পালনে এগিয়ে এসো ছাত্র সমাজ!’ এই স্লোগানে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পিসিপি লক্ষীছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক নয়ন চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাইসুই মং মারমার সঞ্চলনায় বক্তব্য রাখেন ও সাবেক পিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষীছড়ি ইউনিট সংগঠক আপ্রুসি মারমা, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা, ডিওয়াইএফ জেলা শাখা সভাপতি বরুন চাকমা ও ৩নং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরি মহোন চাকমা প্রমূখ।

অনুষ্ঠানটি পিসিপি দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। সংগীত পরিবেশনের শেষে পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনের বীর শহীদের প্রতি সম্মান ও  শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন। নিযার্তিত জাতিকে শোষণ-বঞ্চনার হাত থেকে মুক্ত করতে সকল ছাত্র সমাজকো লড়াই সংগ্রামে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। বক্তারা, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর জাতিগত নিপীড়ন ও সকল ধরণের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম জোরদার করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

Read Previous

মাটিরাঙ্গায় দুপ্রকের উদ্যোগে আরো ২টি সততা ষ্টোর চালু

Read Next

দীঘিনালায় অাওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল