Thursday , 16 August 2018
রাঙ্গামাটির লংগদুতে গোলাগুলির ঘটনায় নিহত ১

রাঙ্গামাটির লংগদুতে গোলাগুলির ঘটনায় নিহত ১

লংগদু প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় রঞ্জন চাকমা চাকমা প্রকাশ জঙ্গলি(৩২) নামে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেএসএস সংস্কার গ্রুপের সমর্থক, তবে সে পূর্বে ইউপিডিএফ’র সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

১৫জুন শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে লংগদুর দোজরপাডা স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু থানার অফিসার ইনচার্জ রনজন সামন্ত সাংবাদিকদের জানান, ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয় নি।

Share This:

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes