সংবাদ প্রকাশের পর মহালছড়ি-মুবাছড়ি সংযোগ সড়ক মেরামত

মহালছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়ি সদরের সাথে মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি বন্যার কারণে রাস্তার পার ধ্বসে গিয়ে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে। যার ফলে মহালছড়ি সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উৎপাদিত ফসলাদি বাজারজাত করণের সমস্যাসহ এলাকার জনসাধারণ নানা দুর্ভোগে পড়েন। এ সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এলাকার জনসাধারনের স্বার্থে সড়কটি মেরামতের তাৎক্ষণিক উদ্যেগ গ্রহণ করেন।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যায় সড়কের পার ভেঙ্গে গিয়ে মহালছড়ি সদরের সাথে মুবাছড়ি ইউনিয়নের এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এলাকার জনসাধারণ চরম দুর্ভোগ পোহাতে হয়েছিলো। উৎপাদিত ফসলাদি সঠিক সময়ে বাজারজাত করতে না পেরে কৃষকদের প্রচুর টাকার ক্ষতি হতে বসেছে। এই নিয়ে পাহাড়ের আলোনহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এদিকে তাৎক্ষণিক সরকারী কোন প্রকল্প বরাদ্দ না থাকলেও এলাকাবাসীর কথা গুরুত্বের সাথে বিবেচনা করে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসাকে সাথে নিয়ে দ্রুত রাস্তা মেরামতের উদ্যেগ গ্রহন করি। পরবর্তীতে উপজেলা পরিষদে সরকারী কোন অর্থ বরাদ্দ আসলে তখন সমন্বয় করে নেয়া যেতে পারে। বর্তমানে সড়কটি কোনমতে যানবাহন চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছে।

Read Previous

গুইমারায় সনাতন ছাত্র-যুব পরিষদের সম্মেলন

Read Next

মহালছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত