লামায় ইয়াবা উদ্ধার, ইউপি মেম্বারসহ আটক ৪

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় এক ইউপি মেম্বারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দা মৃত দানু মিয়ার ছেলে আবদুল মালেক মেম্বার (৩৫), মো. আলীর ছেলে রানা হামিদ (২৭) গোলাম মোস্তফার ছেলে আহমদ হোসেন (২৪) ও বেগুনঝিরির বাসিন্দা আবদুল মতিনের ছেলে আইয়ুব আলী (২৯)।

সূত্র জানায়, দীর্ঘদিন যাবত মেরাখোলা এলাকার মুসলিম পাড়ায় ইয়াবা ট্যাবলেটের বিকিকিনি চলছে; এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শনিবার দিবাগত রাত ২টার দিকে মেরাখোলা মুসলিম পাড়ায় অভিযান চালায়। এ সময় আবদুল মালেকের বাড়ি থেকে ১০০পিস ইয়াবাসহ চার যুবককে আটক করে পুলিশ।

ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Read Previous

খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ সমাবেশ, কঠোর কর্মসূচির ঘোষণা

Read Next

খাগড়াছড়িতে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত