ফটিকছড়িতে ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্টান

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘মেধাবী ও আধুনিকমনা ছাত্রলীগের নেতৃত্বে দেশ আবারো প্রজ্বলিত হবে। ছাত্রলীগ মানেই গভীর দেশপ্রেম, আদর্শবোধ ও ত্যাগের মহিমায় পড়াশোনার পাশাপাশি জাতি গঠনে অনন্য সাধারণ ভূমিকা রেখে যাওয়া একটি সাহসী ছাত্র সংগঠন। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। ছাত্রলীগের যে ত্যাগ, যে অর্জন তা অন্য কারো নেই। ছাত্রলীগের ইতিহাস ছাত্রলীগই। ছাত্রসমাজের নেতৃত্বদান কারী এই ছাত্রলীগ প্রতিষ্ঠাতালগ্ন থেকেই ছিল গৌরবদীপ্ত ও মহিমান্বিত্ব। বাংলাদেশ ছাত্রলীগ নিজ মহিমায় ভাস্বর হয়ে থাকবে, দীপ্তি ছড়াবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।’ তিনি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আয়োজনে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্টান ও ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ শুধু আওয়ামী চেতনা থেকে মানবতার চেতনার পথে পথে শান্তি আর মুক্তির বার্তা দিয়ে যাচ্ছেন নিরন্তর। মানবতার ডাকে এই ছাত্রসংগঠনের সদস্যরা নিজের রক্ত দিতে সর্বদা প্রস্তুত থাকার দৃশ্য একাধিকবার দেখেছে শান্তিকামী বিশ্ব। ছাত্রলীগের রক্তের প্রতিটি ফোঁটায় রয়েছে বঙ্গবন্ধুর মানবতাবাদী দর্শন, রয়েছে ত্যাগের মহিমায় রক্ত জড়ানোর ইতিহাস, অধিকার আদায়ের ইতিহাস, প্রাণ বিসর্জন দেওয়ার সুদীর্ঘ ইতিহাস।’

এ সময় নতুনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রলীগ। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকবিরোধী কার্যক্রমে বেশি সক্রিয় হবে ছাত্রলীগ। বিপদে-আপদে ছাত্রদের পাশে দাঁড়াবে ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতি মানুষের ভালোবাসা-শ্রদ্ধা ও আস্থা থাকবে। সে কাজটির দায়িত্বভার বর্তমান ছাত্রলীগকেই নিতে হবে। কারণ ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অহঙ্কার, স্বর্ণালী অতীতের ধারক-বাহক হচ্ছে বঙ্গবন্ধুর ছাত্রলীগ।’

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তপু’র সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আদিত্য নন্দী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান। এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাহেদুল আলম সাহেদ, সাবেক সদস্য সচিব মাইনুল করিম সাউকি, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইব, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাদেক আলী সিকদার শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাবরিনা চৌধুরী ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেন। সভা শেষে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উপহারসরুপ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন।

Read Previous

ভারত প্রত্যাগত শরণার্থীদের জন্য নিষ্পাপ সনদ!

Read Next

লামায় বিজিবি ক্যাম্প বহাল রাখার দাবিতে মানববন্ধন