কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফি রিপোর্টার: ৩০ভাগ মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে গণ সমাবেশ, র‌্যালী ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজম্ম খাগড়াছড়ি জেলা শাখা। রবিবার সকালে শহরের শাপলা চত্বরে কোটা বাস্তাবায়নের দাবি জানিয়ে ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী জানান নেতৃবৃন্দরা।

এতে মুক্তিযোদ্ধাদের ৩০ভাগ কোটা যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কোটা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা চেষ্টা করলে প্রতিহত করার হুমকি দিয়ে নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এদেশে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা সকলকে স্বরণ রেখে ৩০ভাগ মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবি জানান অংশ গ্রহণকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান তারা।

মুক্তিযোদ্ধা সন্তান মিলকি মারমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, জেলা সহকারী কমান্ডার-হানিফ হাওলাদার, প্রজম্মলীগের নেতা মো. হাসান, শ্রমিকলীগ নেতা জানু শিকদার, পৌর আওয়ামীলীগ নেতা মো. জাবেদ হোসেন, মুক্তিযোদ্ধার সস্তান-লিমিটন বোস, মো. হারুণ মিয়া, সাইফুল ইসলাম বাবু, আ. হান্নান লিটন, কামরুল হোসেন, উত্তম কুমার সরকার প্রমূখ।

Read Previous

মানিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ বহিষ্কার

Read Next

তিনটহরী ইউপি চেয়ারম্যান বাবুল আর নেই, শোকের ছায়া