কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় দূর্গোৎসব শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল সোমবার থেকে ১৫৩টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঙ্গুনিয়া দু’টি পূজা উদযাপন পরিষদ পৃথক পৃথক ভাবে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার ষষ্টীর মাধ্যমে শারদীয়া দূগোৎসবের সূচনা করেন হিন্দু সম্প্রাদায় আগামী ১৯ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদীয় উৎসব। শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও উপজেলা পূজা পরিষদ বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post