চোরাই পথে পাচারকালে দীঘিনালায় ভারতীয় প্রসাধনি জব্দ,আটক ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় প্রসাধনি আনার অপরাধে জেলার দীঘিনালায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা সেনাজোনের নিরাপত্তা চৌকির সামনে বাঘাইছড়ি থেকে ঢাকাগামি শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে প্রসাধনিসহ পরিবহনকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ননীজীবন চাকমা (৩৮) রাঙ্গামাটির জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি গ্রামের মৃত মনিলাল চাকমার ছেলে। তবে ননীজীবন দুই বছর যাবত দীঘিনালা উপজেলার পশ্চিম জামতলি এলাকায় নিকো চাকমার বাড়িতে থেকে এসিআই কোমাম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী করছেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত ব্যাক্তি ভারতের ইউনিলিভার কোম্পানীর ৩২০০ পিস পন্ডস পাউডার শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে বাসযোগে নিয়ে যাচ্ছিলেন।

Read Previous

লক্ষ্মীছড়িতে ডিওয়াইএফ’ র কাউন্সিল: বরুন সভাপতি, উৎপল সম্পাদক

Read Next

ব্রিজ ভাঙ্গার ১ মাস পার হলেও নির্মাণের উদ্যেগ নেই, চরম ভোগান্তি