খাগড়াছড়িতে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি সদর উপজেলাধীন তেতুলতলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সম্প্রসারিত দেশনালয় ভবন শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ক্রিড়া ও যুব বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

২০১৭-১৮ অর্থ বছরে বিশ লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে এই ভবনটি নির্মাণ করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন আওয়ামী লীগ সরকার মানে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি তাই আগামীতে এই ধারাবাহিকতা রক্ষা করতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আযম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলী, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

Read Previous

বিহার নির্মাণ ও বুদ্ধ মূর্তি স্থাপনের আশ্বাস প্রশাসনের

Read Next

৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আলোচনা সভায় রফিকুল আনোয়ারকে চর অম্লান করেছে বক্তারা