নির্বাচনে খাগছড়িতে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ প্যানেলের জয়

এস. এম. ইউছুফ আলী, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে শনিবার সকাল ৯ টা থেকে একটানা ৪ টা পর্যন্ত চলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। খাগড়াছড়ি জেলা কার্যনির্বাহী কমিটিতে ঊমা প্রসাত বড়ুয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ প্যানেল এবং এইচ এম আমজাদ হোসেনর নেতৃত্বে সার্বজনীন প্যানেল এ নির্বাচনে অংশ গ্রহণ করেন।

এ নির্বাচনের রির্টানিং অফিসার নাসির আহমদ চৌধুরী জানান মোট ভোটার সংখ্যা ১২৫ জন এর মধ্যে ভোট প্রদান করেছেন ১১৭ জন । তিনি আরো জানান, বিকাল ৪টার পর ভোট গনণার করে দেখা যায় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সমর্থিত প্যানেল এর সভাপতি প্রার্থী ঊমা প্রসাত বড়ুয়া এবং সাধারণ সম্পাদক প্রার্থী সুজন চাকমাসহ তাদের সকল প্রার্থী এইচ এম আমজাদ হোসেনর নেতৃত্বে সার্বজনীন প্যানেল এর চেয়ে বিপুল পরিমাণ বেশী ভোট পেয়েছে, তাই আমি বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সমর্থিত প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post