গুইমারাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার হাফছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাফছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিকালে পুলিশ পাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রপি তুলে দেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়–য়া প্রমুখ।

এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিয়ে শেষ পর্যন্ত ‘জালিয়াপাড়া কাবাডি কিংস’ এবং ‘গুইমারা উপজেলা সিএনজি সমিতি’ ফাইনালে খেলে। কাবাডি কিংস ৪৯ পয়েন্ট অর্জন করে বিজীয় হয়।

Read Previous

লক্ষ্মীছড়ি জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলের নির্মাণ কাজ উদ্বোধন

Read Next

নিরপরাধীকে হয়রানি করা হবে না : মনিরুল