রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার রানীরহাট ঠান্ডাছড়ি এলাকায় গতকাল শনিবার ভোর সকালে ভয়াবহ এক অগ্নিকান্ডে বসতঘর, চা দোকান ও লেপ তোষকের গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকায় বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মো. আব্দুল জব্বার, রনি, মোহাম্মদ বাদশা, দরজ্যা, মোহাম্মদ বারেকের বসতবাড়ি, চাদোকান ও লেপ তোষকের গুদাম পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় মানুষ ঘুমন্ত থাকায় মূল্যবান মালামাল রক্ষা করতে পারেনি। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী মো. কামাল বলেন, এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুন বৃদ্ধি পেত। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্থ এলাকায় দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার পরিদর্শন করেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে অবহিত করা হয়েছে।

Read Previous

পানছড়িতে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

Read Next

লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক উপজাতীয় সামাজিক ক্লাবে টিভি ও অনুদান বিতরণ