ক্যান্সার রোগীর চিকিৎসা সেবায় মহালছড়ি সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে এক ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী।

২৫ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১২ টায় মহালছড়ি জোন সদরে ক্যায়াংঘাট ইউনিয়নের সন্তোষ কুমার চাকমা নামের একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। সন্তোষ কুমার চাকমা জানান, তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেনা। তখন সন্তোষ কুমার চাকমা’র শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সন্তোষ কুমার চাকমা’র চিকিৎসার জন্য মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ এগিয়ে আসেন।

জোন অধিনায়ক তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সেনাবাহিনী সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি এ ধরণের সেবামূলক কাজের দৃষ্টান্ত একমাত্র সেনাবাহিনীর রয়েছে। আগামীতেও এ ধরণের সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Read Previous

নৌকা হারলে আপনারা হারবেন- মাটিরাঙ্গা পৌর মেয়র

Read Next

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু শিবির