প্রত্যন্ত জনপদে চিকিৎসা সেবায় কাজ করছে সেনাবাহিনী -লেঃ কর্ণেল মোসতাক

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মন্তব্য করে খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোসতাক আহমেদ বলেছেন, পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় সেনাবাহিনীর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকালে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ সপ্তাহব্যাপী প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় ৬৫ জন প্রশিক্ষনার্থী ও মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read Previous

কাউখালীতে চাঁদাবাজ ও সাজেকে অস্ত্রসহ ইউপিডিএ নেতা আটক

Read Next

আ.লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুল দিয়ে বরন