ফটিকছড়িতে গরীব ও দুঃস্থদের মাঝে সুয়াবিল ফাউন্ডেশন’র শীত বস্ত্র বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার বৃহত্তর সুয়াবিলের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সুয়াবিল ফাউন্ডেশন’র উদ্যােগে প্রায় ৩ শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।  শনিবার পূর্ব সুয়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের সভাপতি যুবনেতা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশের সাধারণ সম্পাদক মুহাম্মদ এজাহার অালমের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ভূমি উপ-সহকারী এসএম নঈম উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার এম এ হায়াত। প্রধান অালোচক ছিলেন ভূমি কর্মকর্তা ফয়েজুল ইসলাম বাচ্ছু।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভা কাউন্সিলর

মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, ফাউন্ডেশন এর দসদস্য এসএম আবুল ফয়েজ তুহিন, আলতাফ, নেওয়াজ, মামুন, আবু সুলতান, টিপু সুলতান, আবুল হাশেম, ইমতিয়াজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অালোচনা সভায় বক্তারা, এমন শীতে এলাকার গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্ত্ববানদের এগিয়ে অাসার অাহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র তুলে দেন।

Read Previous

ফটিকছড়িতে বন্ধু পরিষদের শীতবস্ত্র বিতরণ

Read Next

সুয়াবিল আ’লা হযরত স্মৃতি সংসদ’র শীতবস্ত্র বিতরণ