চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় গতকাল রোববার সকালে অগ্নিকান্ডে ৬টি বাড়ি ও দোকানের গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় লেলিহান আগুন ছড়িয়ে পড়লে কলোনীর পাশে তিনটি বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের দোভাষীবাজার এলাকার জেনারেটর কলোনীতে সকাল সাড়ে ১০ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে মোহাম্মদ সেলিম, নুর বানু বসতবাড়ি, ইব্রাহিম সওদাগরের ১টি ফার্ণিচার গোডাউন, জাহাঙ্গীর আলমের ১টি ক্রোকারিজ গোডাউন, মোহাম্মদ ইলিয়াছের ২টি তুলা গোডাউন ভস্মিভূত হয়।

গোডাউনে জমাকৃত একাধিক গ্যাসের বোতল লিক হয়ে ৫০ ফুট উপরে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কলোনীর পাশে মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মালেক, মো. ইউছুফের বিল্ডিংয়ে বৈদ্যুতিক তার, মিটার ও জানালার কাঁচ সহ ভবনের বিভিন্ন সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ মো. ইব্রাহিম সওদাগর বলেন, অগ্নিকান্ডে ফার্নিচার, তুলা গোডাউন, কোক্রারিজ সহ বিভিন্ন মালামাল সহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় চন্দ্রঘোনা কতমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর সরেজমিন পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে সহযোগীতার আশ^াস দেন।

Read Previous

দীঘিনালায় বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস পদে প্রার্থী ঘোষণা

Read Next

জামিনে মুক্তি পেলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম