বুধবার চট্টগ্রাম জাতীয় প্রেসক্লাবে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার

ডেস্ক রিপোর্ট: মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী শায়খুল ইসলাম, হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারীর (ক.) ৮২তম খোশরোজ শরীফ উপলক্ষে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম জেলার উদ্যোগে “শিক্ষার প্রসার ও শান্তির সমাজ বির্নিমাণে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ভূমিকা” শীর্ষক সেমিনার আজ (৬ ফেব্র“য়ারি) বুধবার বিকাল ৩টাÑ৫টা ক্যালিগ্রাফি প্রশিক্ষণ ও ৫টাÑরাত ৮টা পর্যন্ত সেমিনার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে (লিফ্টে ৭ম তলা) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আন্জুমান কেন্দ্রীয় সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। প্রধান অতিথি থাকবেন সিডিএর চেয়ারম্যান আল্হাজ্ব আব্দুচ ছালাম। বিশেষ অতিথি থাকবেন, আন্জুমানের সাবেক সভাপতি আলহাজ্ব মো: ইকবাল রিছালপুরী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতী হারুনূর রশিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, প্রধান ফকিহ আল্লামা মুফতী কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। ক্যালিগ্রাফি প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্বখ্যাত ক্যালিগ্রাফার চীনা নাগরিক কোয়াং জিয়াং মি (হাজী নূর দ্বীন), মিসেস ফাতিমা ইয়াং চোসহ বরেণ্য ক্যালিগ্রাফারগণ। -বার্তা প্রেরক,(শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

Read Previous

পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক আসবাবপত্র. কম্বল ও অর্থ বিতরণ

Read Next

রাঙ্গুনিয়ায় দিনব্যাপী গ্রামীণ কৃষি প্রযুক্তি মেলা অনুষ্টিত