ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের আকাশে সোমবার ঈদের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার ৫ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়েছে। তাই বাংলাদেশে কবে ঈদ হবে তা নিশ্চিত হওয়া যাবে চাঁদ কোন দিন দেখা যাবে তার উপর।
আগের দেয়া ঘোষণা অনুসারে আজ সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে।
এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।
Comment here
You must be logged in to post a comment.