ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ)’র উদ্যোগে আজ ২৩ জুলাই (শনিবার), বিকাল ৩টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে “বৈশ্বিক আতঙ্ক জঙ্গীবাদ: ভূলুণ্ঠিত ধর্ম ও মানবতা” শীর্ষক “গোলটেবিল বৈঠকে” অনুষ্ঠিত হবে।
এতে মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ঈমাম ও সূফীজ’র এর চেয়ারম্যান শাহ্্সূফী হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (ম.জি.আ.)সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কলামিষ্ট, রাজনীতিবিদ, আইনজীবী, সূফী-দার্শনিক, ইসলামী গবেষক, সমাজবিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষকবৃন্দ আলোচনায় অংশগ্রহন করবেন।
উক্ত অনুষ্ঠানে সন্মানিত আলোচকবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকতে গোলটেবিল বৈঠক উদ্্যাপন পরিষদের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান অনুরোধ জানিয়েছেন। গোলটেবিল বৈঠক উদ্যাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা এগেছ।
Comment here
You must be logged in to post a comment.