জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত
ডেস্ক রিপোর্ট: জাতীয় সাংবাদিক সংস্থার ২০২১-২২ কার্য মেয়াদের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংস্থার গঠনতন্তের ৭(ঙ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সভাপতি গত ২৪ জানুয়ারি নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেছেন। জাতীয় সংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ সংবাদ জানানো হযেছে।
নতুন পরিষদ নিম্নরুপ সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, মোঃআলমগীর গনি এবং ইলিয়াস আহম্মেদ, মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মোঃ আবু মূসা, সাংগঠনিক সচিব মোঃআব্দুল মজিদ, অর্থ সচিব মনজুর হোসেন, দফতর সচিব মোঃ জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব আহম্মেদ আলী, পরিকল্পনা সচিব এম আর প্রিন্স, জনকল্যান সচিব মোঃ শাহাবুদ্দিন গোলদার, পাঠাগার সচিব শেহাব উদ্দিন আহম্মদ টিপু, প্রশিক্ষণ সচিব মামুন আর রশিদ, মানবাধিকার সচিব সাজ্জাদুর কবির, আইন সচিব এ্যাডঃ সি এ খান, তথ্য গবেষনা সচিব আব্দুল নাহিদ মিয়া, ক্রিয়া সংস্কৃতি সচিব সাব্বির আহম্মেদ সেন্টু। নির্বাহী সদস্য এ্যাডঃমনজুরুল হোক, খন্দকার নুরুন নাহার সিমা,মুসা খান রানা,খায়রুল ইসলাম, হালিম সৈকত ও মোঃ আনিছুর রহমান প্রধান।