লক্ষ্মীছড়ির বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে বঙ্গবন্ধু’র জন্ম দিন ও শিশু দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে লক্ষ্মীছড়ির বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে।
১৭ মার্চ রবিবার লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিদ্যালয়টিতে এ দিবসটি যথাযোগ্যে মর্যাদায় পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
এ সময় বাইন্যাছড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গির আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ারেন্ট অফিসার মোঃ সাইফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সমপুরন বড়ুয়া এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি জোনের এ মহতি উদ্যোগে স্থানীয় জনগন, স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে জাতির পিতার আদর্শে দেশ প্রেমে উদ্বুদ্ধ করে তোলার আহবান জানান।